ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

মেজবাহ উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, নভেম্বর ১৬, ২০২০
মেজবাহ উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: মুক্তিযুদ্ধের সংগঠক বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি শোকবার্তায় বলেন, মেজবাহ উদ্দিন মুক্তিযুদ্ধকালীন এলাকার জনগণকে সংগঠিত করতে বিশেষ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠককে হারালো।

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে মেজবাহ উদ্দিন আহম্মদ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমইউএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।