ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, নভেম্বর ১৬, ২০২০
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন শাবান মাহমুদ

ঢাকা: সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৬ নভেম্বর) তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তগুলো অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শাবান মাহমুদ বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমআইএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।