ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কফি আমদানি, চালান আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, নভেম্বর ১৬, ২০২০
ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কফি আমদানি, চালান আটক

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কফি ও পাউডার জাতীয় ভিন্ন পণ্য আমদানির অভিযোগে একটি পণ্য চালান আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের ৩২ নম্বর ওয়ারহাউজের সামনে থেকে মিথ্যা ঘোষণার চালানটি আটক করেন কাস্টমস সদস্যরা।

কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় এমএস রিড এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠান ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে কফি ও পাউডার জাতীয় পণ্য আমদানি করেছে। পণ্যটি বন্দর থেকে ছাড় করানোর চেষ্টা  করছিলেন রিয়াঙ্কা ইন্টারন্যাশনাল নামে এক সিএন্ডএফ ব্যবসায়ী।

পরে কাস্টমস সদস্যরা অভিযান চালিয়ে বন্দর থেকে ভারতীয় ট্রাক আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ব্লিচিং পাউডারের বস্তায় কফি ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করার অভিযোগে ভারতীয় ট্রাক, কফি ও পাউডার জাতীয় পণ্য আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।