ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সংসদে মুজিববর্ষের বিশেষ অধিবেশন প্রত্যক্ষ করছেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, নভেম্বর ১৫, ২০২০
সংসদে মুজিববর্ষের বিশেষ অধিবেশন প্রত্যক্ষ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন প্রত্যক্ষ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৫ নভেম্বর) এই বিশেষ অধিবেশন জাতীয় সংসদ ভবনের প্রেসিডেন্ট বক্স থেকে তিনি প্রত্যক্ষ করেন।

এর আগে ৯ নভেম্বর মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি স্মারক ভাষণ দেন। ওই দিনই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতির পিতাকে সম্মান জানাতে ১৪৭ বিধিতে এই সাধারণ আলোচনার প্রস্তাব উত্থাপন করেন।

এই প্রস্তাবের উপর সংসদে গত ৫ কার্যদিবস সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে আলোচনা করছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসকে/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।