ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, নভেম্বর ১৫, ২০২০
আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার  প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসা থেকে ফাতেমা আক্তার রিমা (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটকও করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সকালে রিমার মরদেহ উদ্ধার করা হয়।  

গৃহবধূর রিমার  গ্রামের বাড়ি নাটোর জেলায়। তার স্বামী দীন ইসলামের সঙ্গে আশুলিয়া জামগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে
ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।