ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, নভেম্বর ১৪, ২০২০
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জাকির ভান্ডারী (৬০) নামে এক ব্যক্তির ঢাকা মেডিক্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে।  

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।

পরে তার স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ জালকুড়ি এলাকায় থাকতেন।

নিহতের ভাতিজা করিম হোসেন বাংলানিউজকে জানান, তিনি নিজে অটো চালিয়ে চাচা জাকিরকে নিয়ে যাচ্ছিলেন। সাইনবোর্ড মোড়ে পেট্রোলপাম সংলগ্ন রাস্তায় এলে একটি ট্রাক তার অটোকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা চাচা ছিটকে নিচে পড়ে যান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবগত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।