ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ডেমরায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, নভেম্বর ১৪, ২০২০
ডেমরায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারি বিভাগ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

গ্রেফতার দু’জন হলেন- মো. সোহেল (২৪) ও মোছা. শিরিনা আক্তার ওরফে শারমিন (৩৮)।

ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন সংবাদের শুক্রবার (১৪ নভেম্বর) ডেমরা থানার আমুলিয়া রোডে অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলো তারা বিক্রি ও সরবরাহের জন্য ঢাকায় নিয়ে এসেছিলেন। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসজেএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।