ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, নভেম্বর ৬, ২০২০
ধুনটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাধন চন্দ্র সরকার (২৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাধন চন্দ্র সরকার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের নিপেন্দ্রনাথ সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সাধন চন্দ্র সরকার পেঁচিবাড়ি বাজারের একজন হোটেল ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী হোটেলের পাশ দিয়ে কলেজে যাওয়া-আসা করতেন। এ সুযোগে ওই ব্যবসায়ী কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। প্রায় এক বছর আগে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে মা-বাবাকে দেখানো কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় সাধন সরকার। এ সময় বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে ওই কলেজছাত্রীকে ঘরে ভেতর ধর্ষণের চেষ্টা করে। এ বিষয়টি প্রকাশ না করার জন্য কলেজছাত্রীকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সাধন সরকার ওই কলেজছাত্রীর ঘরের দরজার কেটে ভেতরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় পরিবারের লোকজন গ্রামবাসীর সহযোগিতায় সাধন সরকারকে ধরে ফেলে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাধন সরকারকে আটক করে। পরে এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সাধন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে আটক সাধন সরকারকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেসঙ্গে শারীরিক পরীক্ষার জন্য ওই কলেজছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।