ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, আগস্ট ১০, ২০২৫
চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

রাজধানীতে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১০ আগস্ট) আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার একটি টিম।

গ্রেপ্তার চারজন হলেন— জহিরুল (২২), আলমগীর (৩২), মেহেদী (২১) ও ইয়ামিন (১৯)। তাদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভুক্তভোগী মো. সজিবুল ইসলাম রাসেল (২২) গত ৩ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে ভাড়া নিয়ে শেরেবাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতাল এবং পরে মোহাম্মদপুরে নিয়ে যান।

শ্যামলীতে আরও দুইজন রিকশায় উঠে কৌশলে তাকে চেতনানাশক মেশানো রসমালাই খাওয়ায়। কিছুক্ষণ পর রাসেল অচেতন হয়ে পড়লে চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটির বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

রাসেলের জ্ঞান ফেরে ৬ আগস্ট রাতে। তখন তিনি জানতে পারেন, একজন অজ্ঞাত রিকশা চালক তাকে মিরপুর-১০ এ বাসায় পৌঁছে দিয়েছিল। পরে তার অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় মামলা করা হয়।

মামলার পরই পুলিশের একটি দল আদাবর থানার সহায়তায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে।

গ্রেপ্তার চার চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

এমএমআই/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।