ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে সামুরাই ও চাপাতিসহ প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামার।
শনিবার (৯ আগস্ট) রাতে পরিচালিত অভিযানে এসব উদ্ধারের পর সেনাবাহিনী বলছে, এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার ‘নেই’, দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ ব্যবহৃত হয়ে আসতে দেখা গেছে।
শেরেবাংলা নগর আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত ‘বেড়েছে’। বিভিন্ন সময় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক ধরনের ধারালো ‘সামুরাই’ চাপাতি উদ্ধার হয়েছে।
সংবাদমাধ্যমের বরাতে কোনো একটি স্থান থেকে এ ধরনের ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে জানতে পেরে এবং গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার কথা বলছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত দুইদিনে গোয়েন্দারা নিউমার্কেট এলাকায় গিয়ে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র দেখতে পান। যেসবের কোনো গৃহস্থলি ব্যবহার নেই; গত কয়েক মাস ধরে এ অস্ত্র দিয়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এর পরিপ্রেক্ষিতে প্রায় ১ হাজার ১০০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণনা কার্যক্রম চলমান রয়েছে, এসব পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে তারা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযানে বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে নয়জনকে আটকের তথ্য দিয়ে বলা হয়েছে, ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতকারীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে ‘অধিকতর তদন্তের’ প্রয়োজন।
ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘কেউ এ ধরনের ‘সামুরাই’ চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। ’
কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
এডেজএস/আরআইএস