ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, নভেম্বর ৬, ২০২০
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি শাহজাহান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শাহজাহান মিয়া রাজধীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার আমির উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে শাহজাহান মিয়া। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসককে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং- ১৩৩০/২০। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানার মামলা নং- ১৯(০৫)১৮ ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ১ (খ) রুজু ছিল। শাহজাহান মিয়া ২০১৮ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।