ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বনানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, নভেম্বর ৬, ২০২০
বনানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর মৃত্যু আত্মহত্যা কিনা পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতে এই বিষয়ে কথা হয় বিমানবন্দর রেল-স্টেশন এর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিনের সঙ্গে।

তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন।

ছেলের কাছ থেকে জানতে পেরেছি তাদের বাড়ি চট্টগ্রাম জেলায়। বর্তমানে নিহত দম্পতি  থাকতো বাসাবো মায়াকানন এলাকায়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতির রেললাইনে বসে ছিল। এখন এটি আত্মহত্যা কিনা এখনো জানতে পারিনি। মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।