ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, নভেম্বর ৪, ২০২০
গাজীপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসের ধাক্কায় আশিকুর রহমান (২৩) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর লালমনিরহাটের হাতীবান্ধা থানা  এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন আশিকুর রহমান। এসময় জয়দেবপুরগামী তাকওয়া পরিবহনের একটি মিনি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বাসটি আটক করে। তবে ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত আশিকুর রহমান গাজীপুরে বাসা ভাড়া থাকতো।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএস/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।