ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

প্রায় ৭৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, আগস্ট ১৩, ২০২৫
প্রায় ৭৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অনশন ভাঙাচ্ছেন কলেজের অধ্যক্ষরা। ছবি: ডিএইচ বাদল

প্রায় ৭৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন ২৪ এর জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং জুলাই আন্দোলনের পক্ষে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।  

বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন আয়োজনে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান তাদের কলেজের অধ্যক্ষরা।

 

শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রণালয় ও কারিগরি অধিদপ্তরের সঙ্গে আমাদের মিটিং হয়। এতে তারা  সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিকেল সাড়ে ৫টায় আমাদের চার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ স্যাররা এসে অনশন ভাঙান।

শিক্ষার্থীরা আরও বলেন, স্বতন্ত্র একটা কমিটি গঠন করা হবে। এই কমিটিতে কারিগরি, সিসিএন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ থাকবে না। ইভেন কারিগরি অধীনেও থাকবে না, এটা টোটালি স্বাধীন কমিটি। বুয়েট, কুয়েট, টুয়েট, চুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো একত্রে একটা কমিটি গঠন করা হবে। এই কমিটি হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন।  

আমাদের প্রধান দাবি, বিআইটি হওয়া। বিআইটি করতে হলে আমাদের ক্যাম্পাসগুলোর কি সমস্যা সেগুলো অ্যানালাইসিস করে, রিসার্চ করে কমিটি দেখবে। এই কমিটি আগামী ১ থেকে ৩ মাসের মধ্যে সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দেবে। আর এই পদ্ধতি বিআইটির যৌক্তিক সমাধান করবে।

বিআইটি ছাড়া আমাদের চাওয়াগুলো, ক্রাইটেরিয়াগুলো, আমাদের সমস্যাগুলো, একটাও পূরণ সম্ভব না। সেটা নিয়ে কমিটি কাজ করবে।  আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে শিক্ষামন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করবে বলে আমাদের জানিয়েছে।  

গত রোববার (১০ আগস্ট) অ্যাকাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের গঠনে যৌক্তিক এক দফা দাবি নিয়ে আমরণ অনশনে অংশ নিয়েছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শতাধিক শিক্ষার্থীরা।

এদের মধ্যে ৮ জন অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ডিএইচবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।