ঢাকা: উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার (১৩ আগস্ট) উজবেকিস্তানের আইটি পার্কের সিইও আবদুলআখাদ কুছকারোভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দূতাবাসের প্রথম সচিব শুক্লা বণিক, উজবেকিস্তান আইটি পার্কের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান দিলডোরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের আইটি সেক্টরের অপার সম্ভাবনা, বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা, এখাতে রপ্তানি আয়, ব্যাংকিং ও আর্থিক খাতসহ আর্থসামাজিক পরিমণ্ডলে আইটির ব্যবহার ও প্রসার, আইটি সেক্টরের প্রতি তরুণদের আগ্রহ, ক্রমবর্ধমান তরুণ উদ্যোক্তা, ইন্টারনেটের গুনগত মান ও বিস্তৃতি ইত্যাদি বিষয়ে আইটি পার্ক এর সিইওকে অবহিত করেন।
তিনি আইটি খাতের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ,কার্যক্রম ও প্রণোদনাগুলো উল্লেখ করেন। তিনি দুদেশের আইটি সেক্টরের মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আইটি পার্ক কর্তৃপক্ষদ্বয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পন্ন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। আইটি সেক্টরসহ সব ক্ষেত্রে ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ শক্তিশালী করতে ভিসা সহজীকরণের ওপরও রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।
বৈঠকে সিইও কুছকারোভ উজবেকিস্তানের আইটি সেক্টরের অর্জন ও সম্ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করে এক্ষেত্রে দু'দেশের মধ্যকার সহযোগিতাকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। আইটি খাতে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে তিনি বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো আইটি সেক্টরে বাংলাদেশ ও উজবেকিস্তানের একত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার স্মারকের ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দেন।
টিআর/জেএইচ