ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, নভেম্বর ৪, ২০২০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত দিপ্ত দত্ত শুভ

বাগেরহাট: বাগেরহাটে ট্রাকের ধাক্কায় দিপ্ত দত্ত শুভ (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুই আরোহী।

মঙ্গলবার (০৪ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দিপ্ত দত্ত শুভ ফকিরহাট উপজেলার জারিয়াবারুই ডাঙ্গা গ্রামের দিপক দত্তের ছেলে। আহতরা হলেন- হৃদয় (২২) ও টিপু সুলতান (২৫)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, মঙ্গলবার গভীর রাতে শুভসহ তিন জন মোটরসাইকেলে করে  বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি নামক স্থানে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ দত্ত মারা যান এবং আহত হন হৃদয় ও টিপু সুলতান।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।