ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

মহম্মদপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, নভেম্বর ৪, ২০২০
মহম্মদপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক প্রতীকী ছবি

মাগুরা: মাগুরায় প্রাইভেট পড়ানোর সময় নিজের স্কুলের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে একই উপজেলার বালিদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

হাফিজার রহমান মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বাংলানিউজকে জানান, নিজের স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানি করেন বলে মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।