ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ডাক্তার দেখিয়ে পাবনা থেকে ফেরার পথে লাশ হলেন ৫ জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, নভেম্বর ৩, ২০২০
ডাক্তার দেখিয়ে পাবনা থেকে ফেরার পথে লাশ হলেন ৫ জন  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: পাবনার মানসিক হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে অ্যাম্বুলেন্সে করে নড়াইলে ফিরছিলেন কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত হওয়া পাঁচজন।

নিতদের মধ্যে দু’জন প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত পাঁচ জনের মধ্যে দু’জনের নাম-পরিচয় জানা গেছে। এরা হলেন- দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটির চালক মফিজ উদ্দিন (৫৫) ও নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা এলাকার টিপু (৪০)।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচ যাত্রী নিহত হন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, নড়াইলের লক্ষীপাশা এলাকা থেকে ডাক্তার দেখানো জন্য ইফাত নামে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন পাবনা মানসিক হাসপাতালে গিয়েছিলেন বলে জানা গেছে। ফেরার পথে বিত্তিপাড়ায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচ যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহতাবস্থায় আরও একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ বাংলানিউজকে জানান, কুষ্টিয়া-ঝিনাদহ সড়কে দুর্ঘটনায় ঘটার ফলে যান চলাচল বন্ধ যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরিয়ে দেওয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ কুষ্টিয়া হাসপাতাল মর্গে রাখা আছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী (হেলপার) পলাতক রয়েছেন।

** কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।