ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ডিএসসিসির অভিযানে ২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ৩, ২০২০
ডিএসসিসির অভিযানে ২৪ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: রাজধানীর পোস্তগোলা রাজবাড়ি থেকে দোলেশ্বর পর্যন্ত অভিযান চালিয়ে ২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত এ সময় ২৪টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী চক্র করপোরেশনের জমির ওপর অস্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে জমি দখল করে রেখেছিলেন। আজ আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

একইদিনে ডেঙ্গু বিরোধী অভিযান ডেমরা বামৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৪০টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানকালে আদালত ছয়টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা দায়ের ও নগদ ৯৬০০ টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।