ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ঘিওরে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, নভেম্বর ৩, ২০২০
ঘিওরে ধর্ষণের অভিযোগে কিশোর আটক প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি শিশুকে (৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরের দিকে ওই কিশোরকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়।

পরে আটক কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, সোমবার (০২ নভেম্বর) বিকেলে ঘিওরের বড়বিল এলাকায় শিশুকে ধর্ষণের দায়ে থানায় একটি অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবারের স্বজনরা। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে আটক করে মানিকগঞ্জের আদালতে পাঠানো হয়। পরে নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন ওই কিশোরকে গাজীপুর কিশোর সংশোধানাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩ ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।