ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান শিল্পমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, নভেম্বর ১, ২০২০
যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান শিল্পমন্ত্রীর

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে তাদের মেধা ব্যবহার করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।  

রোববার (১ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদীতে জাতীয় যুবদিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মধ্যে যে সুপ্ত শক্তি রয়েছে, সে শক্তি দিয়ে নতুন কিছু তৈরির মানসিকতা থাকতে হবে। সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।