ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, নভেম্বর ১, ২০২০
মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সাচানি গ্রামে দু’গ্রুপের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুদ মোল্যা (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মাসুদের বাবা দাউদ মোল্যা বাংলানিউজকে জানান, স্থানীয় হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকালে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক মাসুদ বাড়ির সামনে একটি দোকানে বসেছিল। এ সময় বর্তমান চেয়ারম্যান কবির গ্রুপের সমর্থক কাজল মিয়াসহ কয়েকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।