ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নন্দীগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, নভেম্বর ১, ২০২০
নন্দীগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বগুড়া: বগুড়া নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা চকনাথখোলা গ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আবু তালেব (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) দুপুরে আটক আবু তালেবকে আদালতে পাঠানো হয়েছে।



জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্য্যা চকনাথখোলা গ্রামের বৃদ্ধ আবু তালেব তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে বৃদ্ধ আবু তালেবকে ধরে ফেলে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আবু তালেবকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলানিউজকে জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তালেবকে আটক করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
কেইউএ/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।