ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, অক্টোবর ৩১, ২০২০
দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ফাইল ফটো

ঢাকা: নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৩১ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এই দোয়া চান।

ভিডিও বার্তায় ড. মোমেন বলেন, গত পরশু অতিথি ভবন মেঘনায় টেনিস কোর্ট উদ্বোধন করতে গিয়েছিলাম। উদ্বোধন করার সময় বল ধরতে গিয়ে আমি পড়ে যাই। এতে চোখের উপর পাশে আঘাত পাই। হাত ও পায়েও আঘাত পেয়েছি। তবে মারাত্মক কিছু হয়নি। আমি সুস্থতার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেনিস কোর্ট উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই টেনিস কোর্ট উদ্বোধন করা হয়। সে সময় তিনি টেনিস বল ধরতে গিয়ে আহত হন।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।