ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, অক্টোবর ৩০, ২০২০
মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

গোপালগঞ্জ: পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় সুমন খান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আলী খান গ্রুপের লোকজন বিল্লাল খান গ্রুপের রুহুল শেখকে মারধর করে। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিল্লাল খান গ্রুপের লোকজন আলী খান গ্রু‌পের লোকজ‌নের ওপর অত‌র্কিত হামলা করে। এতে সুমন খান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় দুইটি বাড়ি ভাঙচুর হয়েছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।