ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে বাসচাপায় পথচারীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২১, অক্টোবর ৩০, ২০২০
সাভারে বাসচাপায় পথচারীর মৃত্যু

সাভার, (ঢাকা): সাভারের হেমায়েতপুরে বাসচাপায় মো. লাবু (২৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবু পটুয়াখালী জেলার বাউফুল থানার কেসবপুর গ্রামের সাহজাহান আলীর ছেলে। তিনি সাভারের হেমায়েতপুরে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সড়ক পাড় হচ্ছিলেন লাবু। এসময় দ্রুত গতির আরিচাগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে৷ তার পরিবারকে খবর দেওয়া হয়েছে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে৷

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।