ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সাদুল্যাপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, অক্টোবর ২৯, ২০২০
সাদুল্যাপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক প্রান্তিক কুমার সরকার (১৬) নামে এক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ।

অভিযুক্ত প্রান্তিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্রের ছেলে।  

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, কিশোর-কিশোরী দুজনই ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।  

বুধবার (২৮ অক্টোবর) রাতে মেয়ের বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে।  

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ