ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, অক্টোবর ২৬, ২০২০
রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫৯০ গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানিয়েছে।

 

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় মো. বজলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শহিদুলের কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ছাড়াও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।