ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

তাড়াশে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, অক্টোবর ২৫, ২০২০
তাড়াশে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় টি এম কামরুল হাসান (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ অক্টোবর) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত টি এম কামরুল হাসান উপজেলার কুন্দইল গ্রামের বাসিন্দা। তিনি সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকির ছোট ভাই ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী প্রধান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কামরুল হাসান। তিনি মহিষলুটি এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।