ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

যশোরের ভৈরব নদ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, অক্টোবর ২৫, ২০২০
যশোরের ভৈরব নদ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর: যশোরের ভৈরব নদ থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৫ অক্টোবর) সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মরদেহটি সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মণ্ডলের ছেলে মোস্তফার (৫৫)।  

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুর রহমান বাংলানিউজকে বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ কাজ করছে। '

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
ইউজি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।