ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে সাত রোহিঙ্গাসহ আটক ৮, ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ২৫, ২০২০
মুন্সিগঞ্জে সাত রোহিঙ্গাসহ আটক ৮, ইয়াবা জব্দ সাত রোহিঙ্গাসহ আটক আটজন। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে সাত রোহিঙ্গাসহ আট জনকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

    

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান বিষয়টি জানান।   

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মুক্তারপুর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক আট জনের মধ্যে ছয় নারী ও দুই পুরুষ। এর মধ্যে এক ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এবং অন্যরা সবাই রোহিঙ্গা। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মুক্তারপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে আট জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা, নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক আট জনের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।