ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকের ফসলের ক্ষেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, অক্টোবর ২৫, ২০২০
ভোলায় টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকের ফসলের ক্ষেত সবজি ক্ষেতে জলাবদ্ধতা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকের ফসলের ক্ষেত। এতে চিন্তায় পড়েছেন অনেক চাষি।

বিশেষ করে শীতকালিন সবজি ও পানের বরজের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
 
কৃষি বিভাগ জানায়, গত ৩ দিনের টানা বর্ষণে ২ হাজার ৬০৮ হেক্টর শীতকালিন শাক-সবজি ও ২৮৭ হেক্টর পানের বরজে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে সদরে ৩৬০ হেক্টর সবজি ও ২০ হেক্টর পান, দৌলতখান উপজেলায় ৫৬০ হেক্টর জমির সবজি ও ৬৮ হেক্টর পান, বোরহানউদ্দিন উপজেলায় ৩৪০ হেক্টর সবজি ও ২০ হেক্টর জমির পান, তজুমদ্দিন উপজেলায় ২৯০ হেক্টর জমির সবজি ও ৩১ হেক্টর জমির পান, লালমোহন উপজেলায় ১৫৬ হেক্টর জমির সবজি ও ১০ হেক্টর জমির পান ও মনপুরা উপজেলায় ৭৩ হেক্টর সবজি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  

ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ গ্রামের কৃষক মো. খলিল জানান, এ বছর তিনি ১২ একর জমিতে ধান ও ৩ গন্ডা জমিতে সবজি আবাদ করেছেন। কিন্তু বৃষ্টিতে বিনস্ট হয়েছে ফসল।  

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ হাসনাত জানান, টানা বৃষ্টিতে কৃষকের ফসল আক্রান্ত হয়েছে তবে ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। আমরা কৃষকদের পানি সেচ দিতে পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।