ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

জালনোট-ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, অক্টোবর ২৪, ২০২০
জালনোট-ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য আটক

ঢাকা: ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জালটাকা এবং ১১৩টি জাল ১০০ ডলারসহ ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট ও জাল ডলার প্রস্তুতকারী এই চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

তিনি আরো জানান, শনিবার বেলা ১১টার দিকে এ বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।