ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে স্টিল মিলে আগুনে দগ্ধ ৬ শ্রমিক, একজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, অক্টোবর ২৩, ২০২০
রূপগঞ্জে স্টিল মিলে আগুনে দগ্ধ ৬ শ্রমিক, একজনের মৃত্যু  স্টিল মিলের ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহার আগুনের শিখা শরীরে লেগে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগরাত আড়াইটার দিকে উপজেলা বরপা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার একই থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। বাকি দগ্ধরা হলেন- শাকিল, ফাহিম, রফিক মিয়া, রাজু ও আবু সিদ্দিক মিয়া।  
 
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ভোরে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলস নামে কারখানায় রাত আড়াইটার দিকে কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার আগুনের শিখা শ্রমিকদের দিকে ছিটকে এলে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়।

এসময় মিজানুর রহমান ছাড়াও আরো পাঁচজন শ্রমিক দগ্ধ হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।  

শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।