ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৪, অক্টোবর ২২, ২০২০
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

মাগুরা: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় চন্দন বিশ্বাস (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে চন্দন নতুন বাজার এলাকার তেতুতলা পাড়ার ডেকোরেটর ব্যবসায়ী চঞ্চল বিশ্বাসের ছেলে।

মৃত কিশোর মাগুরা শুভেচ্ছা প্রি-পারেটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজবাড়ী জেলার সমাধীনগর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মৃত কিশোরের মামা অনুপ বিশ্বাস বাংলানিউজকে বলেন, চন্দন ও তার এক বন্ধু মোটরসাইকেল চালিয়ে দুর্গাপূজার লাইট কিনতে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি নালায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, স্কুল ছাত্র নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।