ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

কালিয়ায় চোরাই ১৬টি ভ্যান জব্দ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, অক্টোবর ২২, ২০২০
কালিয়ায় চোরাই ১৬টি ভ্যান জব্দ, গ্রেফতার ১ জব্দ ভ্যানগুলো। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে চোরাইকৃত ১৬টি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ইসলাম (৫৫) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। গ্রেফতার রবিউল ওই এলাকার আজগর শেখের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) দিনগত রাতে কালিয়ার চাঁদপুর এলাকার একটি গ্রেজ থেকে চোরাইকৃত ভ্যানগুলো জব্দ করা হয়। ভ্যানগুলো রবিউলসহ তার সহযোগিরা খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি করে বেচা-কেনা করে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়েছে।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হরিদাস রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।