ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে গণভবনে বৈঠক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, অক্টোবর ২২, ২০২০
কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে গণভবনে বৈঠক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এতথ্য নিশ্চিত করেছেন।

সভায় বন্যা পরিস্থিতিতে বিশেষ করে সামনের আমন মৌসুম নিয়ে পর্যালোচনা করা হয়। কোভিড-১৯ এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত ২১টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ত্বরান্বিত করা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, কৃষি সচিব মেসবাহুল ইসলাম, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব  তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমইউএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।