ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে নৌ শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, অক্টোবর ২২, ২০২০
বরিশালে নৌ শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন বরিশালে নৌ শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন

বরিশাল: নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, বেতন-ভাতা বাড়ানো সহ ১১ দফা দাবিতে বরিশালে বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে পন্যবাহি নৌযানের শ্রমিকরা। তবে যাত্রীবাহী নৌযান যথারীতি চলাচল করেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হওয়ায় আন্দোলকারীদের গত দু’দিনের মতো বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।