ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ২২, ২০২০
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বাদশা ...

রাজশাহী: রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে উদ্বোধন অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিসিএসআইআর-এর পরিচালক ড. মো. ইব্রাহীম ও ওয়ার্কার্স পার্টির মতিহার থানা সভাপতি রমজান আলী প্রমুখ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল।

এর আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্কুলটিতে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।