ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, অক্টোবর ২২, ২০২০
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ালেদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

ওয়ালেদ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের কৃষক আমিরুল ইসলামের ছেলে।

শিশুটির খালাতো ভাই তৌফিক আলম বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় দোকানে কলম-খাতা কিনতে যাওয়ার পথে বাড়ীর প্রাচীরের বৈদ্যুতিক শট শার্কিট হয়। এতে ওয়ালেদ প্রাচীরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।