ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে পুলিশের উদ্যোগে ধর্ষণবিরোধী সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, অক্টোবর ১৭, ২০২০
রাজশাহীতে পুলিশের উদ্যোগে ধর্ষণবিরোধী সমাবেশ রাজশাহীতে পুলিশের উদ্যোগে ধর্ষণবিরোধী সমাবেশ

রাজশাহী: রাজশাহীতে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা এর আয়োজন করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন বিট পুলিশিং কমিটির সদস্যরা নারী নির্যাতনবিরোধী আলাদা আলাদা র‌্যালি নিয়ে এ সমাবেশে যোগ দেন।

এসময় তারা সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন। পরে বড় মসজিদের সামনে সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, ‘আমরা গোটা রাজশাহী শহরকে সিসি ক্যামেরার আওতায় আনবো। এ শহরে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেবো না। আমরা সবার সহযোগিতা চাই। সহযোগিতা পেলে রাজশাহীকে আমরা শান্তির শহর হিসেবেই গড়ে তুলতে পারবো। ’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। তাহলে সমাজ হবে অপরাধমুক্ত। ’

প্রায় ঘণ্টাব্যাপী এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম ও সালমা বেগম। সভাপতিত্ব করেন আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনার সাজদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।