ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

দাগনভূঞাতেও ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, অক্টোবর ১৭, ২০২০
দাগনভূঞাতেও ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা

ফেনী: দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে ফেনীর পর দাগনভূঞাতেও হামলা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে লংমার্চে স্বাগত জানাতে বামফ্রন্টের নেতা কর্মীরা দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে মাইক লাগিয়ে সমাবেশ করার চেষ্টা করলে সরকারদলীয় লোকজন তাদের বাধা দেয় এবং ধাওয়া করে বলে অভিযোগ।

এতে কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হয়।

তবে আগুনে থানার পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিন বলেন, লংমার্চের গাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মাঠে আছি। এর আগে বেলা ১২টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকাতেও হামলার ঘটনা ঘটে। এ সময় ৮ জন আহত হয়।  

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক ও ফেনীতে সমাবেশের পরিচালক  পংকজ দেবনাথ সূর্য বলেন, এ হামলা ন্যক্কারজনক। সন্ত্রাসীরা পথে পথে লংমার্চকারীদের বাধা দিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।