ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, অক্টোবর ১৭, ২০২০
নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, সম অধিকারের সমাজে নারীদের নিরাপত্তার দায়িত্ব পুরুষদের নিতে হবে। নারীরা অন্য কেউ নয়।

তারা আমাদেরই মা, বোন, ভাগ্নি। সুতরাং আমাদেরই তাদের নিরাপত্তা দিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওসি সাইফুল ইসলাম আরো বলেন, সন্তানরা কোথায় যায়? কার সঙ্গে মিশছে সেটাও মা বাবাকে খবর নিতে হবে। সমাজটা আমাদের। তাই এখানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষকে ভূমিকা রাখতে হবে। নারীদেরও সচেতনভাবে চলাফেরা করতে হবে।

ছোট বিষয়ে যাতে মানুষকে থানায় যেতে না হয়। তাই মানুষের দোড় গড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। সরকার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চালু করেছে। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে সবাইকে শপথ বাক্য পাঠ করান ওসি সাইফুল ইসলাম।

পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পলাশী বিট পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, পলাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব, ইউনিয়নের সাবেক নারী সদস্য ও নারী নেত্রী আমিনা বেগম প্রমুখ। সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।