ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে ধর্ষণ-নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, অক্টোবর ১৭, ২০২০
নোয়াখালীতে ধর্ষণ-নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ বিট পুলিশিং সমাবেশ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে একলাশপুর বাজার সংলগ্ন ফাজিল মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।