ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, অক্টোবর ১৬, ২০২০
মানিকগঞ্জে অস্ত্রসহ আটক ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে পিকআপ ভ্যান তল্লাশি করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়।

 

আটকরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার সাদারচর এলাকার আলিমুদ্দিনের ছেলে পলাশ ফকির (৪০) এবং রংপুর জেলার পীরগাছা উপজেলার রাম গোপাল এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ মিয়া (২৫)।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার আন্ধারমানিক এলাকার চেকপোস্টে হরিরামপুরমুখী একটি পিকআপের গতিরোধ করার জন্য সিগন্যাল দেওয়া হয় এবং পুলিশের দেওয়া সিগন্যাল দেখে পিকআপটি ভ্যানটি থামার সঙ্গে সঙ্গে ৩-৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ওই পিকআপে থাকা চালকসহ দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা ডাকাতির উদ্দেশে যাচ্ছিল বলে স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।