ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

শ্যামনগ‌রে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধে ভাই‌য়ের হা‌তে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৪, মার্চ ১৯, ২০২০
শ্যামনগ‌রে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধে ভাই‌য়ের হা‌তে ভাই খুন

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগ‌রে জ‌মি-জমা সংক্রান্ত বি‌রো‌ধের জেরে আব্দুস সাত্তার মোল্লা নামে এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে তার ভাই গফুর মোল্লার বিরু‌দ্ধে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও তিনজন। 

বুধবার (১৮ মার্চ) রাত ১০টার দি‌কে আহত আব্দুস সাত্তার মোল্লা‌কে শ্যামনগর থে‌কে খুলনা মে‌ডিক্যাকেল ক‌লে‌জে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। তিনি উপ‌জেলার ধুমঘাট চরাচ‌কের ছ‌বেদ মোল্লার ছে‌লে।

 
 
এ ঘটনায় আহতরা হ‌লেন- আব্দুস সাত্তার ‌মোল্লার ছোট ভাই র‌শিদ মোল্লা, র‌শিদ মোল্লার ছে‌লে এনামুল ও এনামু‌লের স্ত্রী আয়শা খাতুন। তারা শ্যামনগর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আ‌ছেন।

র‌শিদ মোল্লার জামাতা আনারুল ইসলাম জানান, তার শ্বশু‌ররা তিন ভাই। এর ম‌ধ্যে আব্দুস সাত্তার মোল্লা ও র‌শিদ মোল্লার সাঙ্গে গফুর মোল্লার জ‌মি জায়গা নি‌য়ে বি‌রোধ ছিল। বুধবার সকা‌লে এ নি‌য়ে তা‌দের ম‌ধ্যে দ্বন্দ্ব বা‌ধে। বিকেলে গফুর মোল্লা বহিরাগত লোকজন ভাড়া ক‌রে এ‌নে দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে আব্দুস সাত্তার মোল্লা ও র‌শিদ মোল্লার ওপর হামলা চালায়। এ‌তে আব্দুস সাত্তার ‌মোল্লা, তার ছোট ভাই র‌শিদ মোল্লা, র‌শিদ মোল্লার ছে‌লে এনামুল ও এনামু‌লের স্ত্রী আয়শা খাতুন আহত হয়।  

তাৎক্ষ‌ণিক তা‌দের উদ্ধার ক‌রে শ্যামনগর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় আব্দুস সাত্তার মোল্লা‌কে সাতক্ষীরা সদর হাসপাতা‌লে স্থানান্তর করা হ‌লে সেখান থে‌কে তাকে পাঠা‌নো হয় খুলনা মে‌ডি‌ক্যা‌ল ক‌লেজ হাসপাতা‌লে। রাত ১০টার দি‌কে খুলনা মে‌ডিক্যা‌লে পৌঁছা‌নোর পরপরই তার মৃত্যু হয়।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।