ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় পানি ভেবে এসিড পান করে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, মার্চ ১৯, ২০২০
চুয়াডাঙ্গায় পানি ভেবে এসিড পান করে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে অসতর্কতায় পানির বদলে স্বর্ণ তৈরিতে ব্যবহৃত এসিড পানি পান করে মুজাহিদ (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

মুজাহিদ জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

নিহতের পরিবারের লোকজন জানায়, বুধবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে জীবননগর উপজেলা মাকের্টের একটি জুয়েলার্সের দোকানে যায় মুজাহিদ। এসময় তৃষ্ণার্ত হলে সে পানি ভেবে জুয়েলার্সের দোকানের বোতলে থাকা এসিড পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।