ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা, হোম কোয়ারেন্টাইনে ৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, মার্চ ১৮, ২০২০
রাঙামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা, হোম কোয়ারেন্টাইনে ৬ জন

রাঙামাটি: করোনা ভাইরাস প্রতিরোধে দেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে অনেকে পরিবার-পরিজন নিয়ে পর্যটন খ্যাত রাঙামাটিতে ভ্রমণে চলে আসতে পারেন। এজন্য রাঙামাটি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) সকালে শহরের বনরূপাসহ বিভিন্ন এলাকায় মাস্ক ও লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বিষয়টি জানান।

এসময় রাঙামাটি নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, জেলা রোভার স্কাউট কমিশনার নুরুল আবছার উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত কয়েকদিনে রাঙামাটিতে বিদেশ ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা মোকাবেলায় রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা এবং কাপ্তাই উপজেলায় ৫০ শয্যার নতুন হাসপাতাল রাখা হয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বাংলানিউজকে জানান, রাঙামাটিতে বিদেশ ফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।