ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে বিদেশে ফেরত ১৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মার্চ ১৮, ২০২০
নবাবগঞ্জে বিদেশে ফেরত ১৭৫ জন হোম কোয়ারেন্টাইনে

নবাবগঞ্জ (ঢাকা): প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত মোট ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন ইটালি ফেরত সাতজন বাকিরা সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচের দেশগুলো থেকে আসা। তবে এখনো তাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের পুলিশ নজরদারি রাখবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ও এ নিয়ে কেউ অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।