ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কূটনীতিকদের করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরবে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মার্চ ১৬, ২০২০
কূটনীতিকদের করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরবে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের কাছে করোনা ভাইরাস পরিস্থিতি তুলে ধরবে সরকার। এই লক্ষে কূটনীতিকদের ব্রিফিং করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে অবহিত করতে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাদের ব্রিফিং করবেন।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সোমবার থেকে আগামী ৩১ মার্চ ইউরোপের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য এর আওতার বাইরে থাকবে। এছাড়াও আরো বেশ কয়েকটি দেশের অন অ্যারাইভাল ভিসাও বন্ধ করা হয়েছে। এসব বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হবে। এছাড়াও ব্রিফিংয়ে মুজিববর্ষ ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।